দাঁতমারা সোনারখীল প্রিমিয়ার লিগ সম্পন্ন

19

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডে সোনারখীল বনলতা একতা সংঘ আয়োজিত ফুটবল প্রিমিয়ার লিগের ৫ম আসরের ফাইনাল খেলা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। সোনারখিল এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলায় স্থানীয় সোনারখীল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে দোয়েল পাখি সোনারখীলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরভ অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা যুবলীগ নেতা এম জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা মীর মোর্শেদ, আক্কাস আলী, স্থানীয় যুবলীগ নেতা মো. কামাল, মো. জামাল, এয়াকুব বাদশা প্রমুখ।