পূর্বদেশ ডেস্ক
আদালতের আদেশের পর জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভায় নীতিগত এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী দলীয় নিবন্ধন ও প্রতীক ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি ফেরতের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে সময় লাগবে। এখন নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে দলটি। খবর বিডিনিউজের।
আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় হাই কোর্ট দিয়েছিল, এক যুগ পর তা বাতিল করে দিয়েছে।
সর্বোচ্চ আদালত বলেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার এ রায় দেয়। এরপর এ বিষয়ে করণীয় ঠিক করতে গতকাল বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভায় বসে ইসি। এতে চার কমিশনার উপস্থিত ছিলেন।
বৈঠকে জামায়াত ও ইশরাক ইস্যু নিষ্পত্তিতে বৈঠকে আদালতের সা¤প্রতিক আদেশ বা নির্দেশনার উপর কার্যব্যবস্থা গ্রহণের বিষয়ে পর্যালোচনা করা হয়।