দশকসেরা একাদশে রিয়ালের আধিপত্য

10

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস এর দশকসেরা বিশ্ব একাদশে রিয়াল মাদ্রিদের সাবেক-বর্তমান মিলে জায়গা পেয়েছে পাঁচ জন। রিয়ালের বর্তমানদের মধ্যে আছেন সের্হিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ ও টনি ক্রুস। ইউরোপের আরেক সফল ক্লাব ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী বায়ার্ন মিউনিখের সাবেক-বর্তমান মিলে আছে তিন জন; গোলরক্ষক মানুয়েল নয়ার, রবের্ত লেভানদোভস্কি ও সাবেক ডিফেন্ডার ফিলিপ লাম। স্পেনের দ্বিতীয় সফলতম ক্লাব বার্সেলোনার সাবেক-বর্তমান মিলে আছে দুই জন। অধিনায়ক লিওনেল মেসি ও সাবেক আন্দ্রেস ইনিয়েস্তা।