দলের শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

22

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন মেয়র পদে রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে নৌকা এ দেশের গণমানুষের প্রতীক। এ প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক। একটি নতুন উন্নত স্বদেশ বিনির্মাণের প্রতীক। ১৯৭০ সালে এ নৌকা প্রতীক সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছিল। যার নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর প্রতি আস্থা রেখে রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীক দিয়েছেন। তাই নেত্রীর আস্থা ও মর্যাদা রক্ষায় নৌকা প্রতীককে আমাদের বিজয়ী করতে হবে। কিন্তু লক্ষণীয় বিষয়- কাউন্সিলর পদে একের অধিক দলীয় পরিচয় দিয়ে যারা প্রার্থী হিসাবে পরিচয় দিচ্ছেন এবং বিভিন্নভাবে অনাকাঙ্খিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে। আপনারা যারা এসব অপকর্ম করছেন, তাদেরকে আমরা চিনি। তারা যদি শান্তি-শৃঙ্খলা এবং দলীয় আদর্শ-আনুগত্যের প্রতি আস্থা না রাখেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরাট সাফল্যের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তারা আর যাই হোক দলের জন্য বিপদজনক। তাই সবাইকে দলের শৃঙ্খলা-নিয়মনীতি অবশ্যই মেনে চলতে হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় কে সি দে রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, চসিক নির্বাচনে কাউন্সিলর পদে দলের মনোনীত প্রার্থীর বাইরে দলীয় পরিচয়ে কিছু প্রার্থী দাঁড়িয়েছেন। বার বার তাদের অনুরোধ-আবেদন করার পরও যারা সরে দাঁড়াননি, তারা আমাদের জন্য আত্মঘাতি বিস্ফোরক। তাদের বিস্ফোরক ক্ষমতাকে অবশ করে দেওয়ার জন্য আমাদের সাংগঠনিক ক্ষমতা ও দায়বদ্ধতা আছে। সুতরাং আমাদের সহ্যের সীমানাকে যারা অতিক্রম করে যাবে, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণের শক্তিটা দিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমÐলীর সদস্য এম এ রশিদ, নোমান আলম মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জোবায়রা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, নির্র্বাহী সদস্য এম এ জাফর, বখতিয়ার উদ্দীন খান, সাইফুদ্দীন খালেদ বাহার, মহব্বত আলী খান, বেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি