টপ অর্ডাররা থিতু হয়ে সাজঘরে ফিরেছেন। দল তখন চরম বিপদে। সেখান থেকে হাল ধরলেন কামিন্দু মেন্ডিস। ১৭৮ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে বাঁচাতে ষষ্ঠ উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে গড়লেন ১০৩ রানের জুটি। গল টেস্টে প্রথম দুই সেশনে দাপট দেখিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। তবে তৃতীয় সেশনে দুই মেন্ডিস (কামিন্দু আর কুশল) মিলে লঙ্কানদের বাঁচিয়ে দিয়েছেন।
৭ উইকেটে ৩০২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে মোটেই স্বস্তিতে ছিল না শ্রীলঙ্কা। দিমুথ করুনারতেœ ফেরেন ২ করেই। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ২২, মিডল অর্ডারের দিনেশ চান্দিমাল (৩০), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৬) সেট হয়ে আউট হয়েছেন। সুবিধা করতে পারেননি অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও (১১)। কামিন্দু মেন্ডিস দিনের একদম শেষ মুহূর্তে এসে আউট হয়েছেন, ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে।
১৭৩ বলে গড়া ১১৪ রানের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারির মার। ৫০ করে আউট হন কুশল মেন্ডিস। নিউজিল্যান্ডের উইলিয়ামস ও’ররকি ৫৪ রানে ৩টি আর গ্লেন ফিলিপস ৫২ রানে নেন ২ উইকেট।