দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা

4

হাটহাজারী প্রতিনিধি

অন্তর্র্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে চট্টগ্রামের হাটহাজারীতে কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হওয়ার ব্যাপারে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন কঠোর অবস্থানে। এছাড়া দলটির নাম ভাঙ্গিয়ে উপজেলায় কারো বিরুদ্ধে কোনো ধরনের অপকর্মের (চাঁদাবাজি, দখলবাজি, দোকানপাট লুট, জমিজমা দখলকারী) সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ৪৮ ঘণ্টার মধ্যে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
গত শনিবার দিনগত রাত পৌনে ৯ টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরশাসন আমলে যারা মাঠে ছিল তারা সামাজিক, মানসিক ও আর্থিকভাবে হামলা-মামলা-নির্যাতনে মারাত্মকভাবে বিপর্যস্ত। আমরা ক্ষমতায় না আসলেও গত ৫ আগস্টের পর থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বস্তিতে ছিল।
কিন্তু তাই বলে কোনো অবস্থাতেই এই হাটহাজারী উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো অপকর্ম করা যাবে না। কেউ করে থাকলে সে কখনো আমার দলের কর্মী হিসেবে গণ্য হবে না।
ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড়- এমনটা দাবি করে তিনি সাংবাদিকদের বলেন, ইতিহাস তৈরি করা ভালো, তবে দেশ ছেড়ে পালানোর মতো এমন কোনো ইতিহাস আমরা সৃষ্টি করতে চাই না। বরং এখান থেকে আমরা শিক্ষা নিতে চাই।
তাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলে আসছেন- আমার দলের কোনো পর্যায়ের নেতা-কর্মী কোনো ধরনের অরাজকতার সাথে নিজেকে জড়াতে পারে না; তারা যদি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী মনে করে।
সংবাদ সম্মেলনে হাটহাজারী পৌরসভা বিএনপি আহব্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহব্বায়ক আব্দুস শুক্কুর মেম্বার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ইসমাঈলসহ উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে হাটহাজারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখা ও দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম ঠেকাতে +৯৭১৫৫৮১৯১৮৪৫ ও +৯৭১৫৮ ৯২১১৯৪৫- এসব হোয়াট্সঅ্যাপ নাম্বারে সুনির্দিষ্ট অপকর্মের তথ্য দিতে সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান তিনি।