দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না

1

বিএনপি চেয়ারপার্সন’র উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং উত্তর জেলা বিএনপির আহŸায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, দলীয় কোন নেতা বা কর্মী দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে, এ অবস্থা দেখার জন্য নয়।
তিনি গতকাল মঙ্গলবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং উত্তর জেলাধীন উপজেলা ও পৌরসভা বিএনপির বিশেষ প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ছদ্মবেশী অনেকে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা করছে। আমাদের দলের ঐতিহ্যকে রক্ষা করতে এসব সন্ত্রাসী, চাঁদাবাজকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে উত্তর জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের সভা আহবান করে প্রতিটি এলাকার সন্ত্রাস দখলদারদের নাম চিহ্নিত করে জেলার কাছে পাঠাতে হবে। দলের ঐতিহ্য রক্ষা করতে দলের হাই কমান্ড কঠোর অবস্থানে রয়েছে।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ সভায় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি উপজেলা ও পৌরসভা তাদের এলাকায় বালুমহাল দখল, সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িতদের তালিকা প্রদান করবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ ছালাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায় হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, ডা. খুরশিদ জামিল, অধ্যাপক আজম খান, জসিম উদ্দিন সিকদার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, শহিদুল ইসলাম চৌধুরী, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, কাজী মহিউদ্দিন, দিদারুল আলম মিয়াজী, ডা. কমল কদর, গাজী নিজাম, আলমগীর ঠাকুর, জহির আজম চৌধুরী, মোহাম্মদ ছাফা, মোবারক হোসেন কাঞ্চন, এজাহার মিয়া, হাসান মোহাম্মদ জসিম, সরোয়ার উদ্দিন সেলিম, মুরাদ চৌধুরী, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, নার্গিস আক্তার চৌধুরী মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, লায়লা ইয়াসমিন, মাওলানা জালাল আবেদিন, বদরুল আলম, মোহাম্মদ সিদ্দিক, সেলিম নুর, মোহাম্মদ আশরাফুল্লাহ, নাজিম উদ্দিন শাহিন, নাঈম উদ্দিন মিনহাজ প্রমুখ।
সভায় উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুলাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি