দলিল লেখক সমিতির কর্ম বিরতি প্রত্যাহার

1

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির মধ্যস্থতায় আনোয়ারা দলিল লেখক সমিতির লাগাতারকর্ম বিরতি প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় কলম বিরতি প্রত্যাহারের এই ঘোষণা দেন। এর আগে আনোয়ারা সাব রেজিস্টার জোবায়ের হোসেনের সাথে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি শামছুল করিম লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলীর নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ ঘন্টাব্যাপী বৈঠক শেষে একটি সমঝোতায় আসায় কর্ম বিরতি প্রত্যাহার করা হয়। গত ১৯ অক্টোবর থেকে বিভিন্নদাবী আদায়ে কর্ম বিরতি করে আসছিলেন আনোয়ারা উপজেলা দলিল লেখক সমিতির শতাধিক দলিল লেখক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা দলিল লেখক সমিতির আহব্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন খান, সানু বিশ্বাস চন্দন, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, এসএম সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক এসএম দাউদ, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক মো. আকবর, সহ ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,
আনোয়ারা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি রফিক উদ্দিন, পরিষদ সদস্য মুহাম্মদমোরশেদ আলম মুন্সী, প্রদীপ দত্ত, জয়নাল আবেদীন, ইকবাল হায়দার চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, মো. রায়হান, মো. ইসমাইল, মো. ইয়াসিন, সীতাকুন্ড দলিল লেখক সমিতির সহ-সভাপতি শাহ আলম, প্রচার সম্পাদক মো. আসলাম, সদস্য সেকান্দর মিয়া, ফতেয়াবাদ দলিল লেখক সমিতির অর্থ সম্পাদক মো. ওসমান, পরিষদ সদস্য নাসির উদ্দিন, মো. ইদ্রিস, ওসমান গনি, সুমন মজুমদার, মোছলেহ উদ্দিন দিলু প্রমুখ।