দর্শকশূন্য মাঠে অস্ট্রেলিয়ায় ধরাশায়ী নিউজিল্যান্ড

12

করোনা আতঙ্কে একজন দর্শকও ঢুকতে দেওয়া হলো না। রুদ্ধদ্বার এক ম্যাচ হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। যেখানে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছে ঘরের মাঠের অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেটি স্বাগতিকরা জিতেছে ৭১ রানের বড় ব্যবধানে।
অস্ট্রেলিয়ার পুঁজি যে খুব বড় ছিল, এমন নয়। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৮ রানেই থামে অ্যারন ফিঞ্চের দল। দারুণ এক উদ্বোধনী জুটির পরও কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ ১৪৫ বলে গড়েন ১২৪ রানের জুটি। কিন্তু ওই জুটিটি ভাঙার পরই বড়সড় ধাক্কা খায় অসিরা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৮ রানে থামতে হয় অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোধি ৩টি, লুকি ফার্গুসন আর মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট। ২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে কিউইরা। ওই ধাক্কা আর সামলে ওঠতে পারেনি তারা। দলের কোনো ব্যাটসম্যান ফিফটিও পাননি। মার্টিন গাপটিল ৪০ আর টম লাথাম করেন ৩৮ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর মিচেল মার্শ। ২টি করে উইকেট জস হ্যাজলউড আর অ্যাডাম জাম্পার।