৫৩ দিন পর করোনা প্রকোপের মধ্যে অবশেষে মাঠে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। শুক্রবার বিকেল চারটায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে দ্বিতীয় লেগ শুরু হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ৬-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।
দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা বসুন্ধরা কিংস ও দশম স্থানে থাকা উত্তর বারিধারা। প্রথম পর্ব শেষেই চ্যাম্পিয়ন হওয়ার পথটা বেশ মসৃণ করে রেখেছে জায়ান্ট বসুন্ধরা। ৩৪ পয়েন্ট তাদের নামের পাশে। আর উত্তর বারিধারার চেয়ে কেন ২৫ পয়েন্ট এগিয়ে বসুন্ধরা, তা বোঝা গেল ম্যাচের শুরুতেই। বসুন্ধরার সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের বিদেশি খেলোয়াড়রা। বিশেষ করে আর্জেন্টাইন-ব্রাজিলিয়ান কম্বিনেশন। এই ম্যাচেও দেখা গেল রবসন, অস্কার, জনাথন ম্যাজিক।