দরিদ্র ও দুঃস্থদের দক্ষিণ আগ্রাবাদ পূজা পরিষদের সেলাই মেশিন বিতরণ

45

দক্ষিণ আগ্রাবাদ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে স¤প্রতি সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ পূজা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। সংগঠনের সভাপতি ডা. অঞ্জন কুমার দাশের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় পৃষ্ঠপোষক সজল বরণ সেন। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এইচ.এম সোহেলকে সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. সি.এস দাশ, অনিল কুমার শীল, সলিল বিশ্বাস। পূজা পরিষদের যুগ্ম সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য্য সীমান্তের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ঝন্টু শীল। অন্যান্যের মাঝে বক্তব্য রাাখেন বাদল কর্মকার, ডা. মানস শেখর, রাজিব শর্মা, নির্ঝর শীল অপু, তিতাস শীল, নিধু দাশ, সজীব শর্মা, তনয়রাজ মজুমদার, জনি শীল, সাগর শীল, রানা শীল প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। শেষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সনাতন দাশ, অনিন্দিতা শেখর চৈতী, মাহিকা শেখর মম, বিমুগ্ধা বিশ্বাস, সিবনীল রুদ্র। নৃত্য পরিবেশন করেন সষ্মিতা সিকদার, শিমু ধর, পূর্না শীল, অহনা দাশ, অবন্তিকা শেখর পিউ প্রমুখ। বিজ্ঞপ্তি