দরসুল কোরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা

1

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)’র ব্যবস্থাপনায় আগামী ৩ ও ৪ জানুয়ারি জুমাবার (মহিলা) শনিবার (পুরুষ) নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঐতিহাসিক ২২তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিল সফল করতে গত ২০ ডিসেম্বর নগরীর চেরাগি পাহাড় সালমা ভবনস্থ কার্যালয়ে মতবিনিময় সভা কমিটির আহবায়ক স ম হামেদ হোসাইনেরর সভাপতিত্বে ও সচিব আলহাজ মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে কোরআন তিলোয়াত করেন অধ্যাপক মাওলানা মুহাম্মদ শফিউল আজম ও নাতে রাসুল (দঃ) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ কালভী। প্রধান অতিথি ছিলেন একেএমবি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আল্লামা কাজি মুহাম্মদ জসিম উদ্দিন, বক্তব্য রাখেন সদস্য অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন তৈয়বী, স ম শহীদুল হক ফারুকী, উপাধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, এস এম আবু সাদেক সিটু, কাজী মুহাম্মদ আহসানুল আলম, এম আবদুল মালেক রেজভী, রাশেদুল ইসলাম রাসেল, মিজবাহুল ইসলাম, আবদুল্লাহ আল মুমিনসহ প্রমুখ। পরে নেতৃবৃন্দ ২২তম পবিত্র দরসুল কোরআন মাহফিলের প্রকাশনা বিতরণ করেন। বিজ্ঞপ্তি