দরবারে জিলানী শরীফে শোহাদায়ে বদর স্মরণে ইফতার মাহফিল

1

সদরঘাট উত্তর নালাপাড়ায় ১৮ মার্চ পবিত্র শোহাদায়ে বদর স্মরণে ওয়াজ মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ছদারত করেন দরবার শরীফের সাজ্জাদানশীনে কেবলা আলম হযরত শাহ্ সূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন হালিশহর তৈয়্যবীয়া মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক আল্লামা মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম। সারাদিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো: সকাল থেকে খতমে কুরআন শরীফ, খতমে আসমাউল হুসনা, খতমে দরুদে নারিয়া, খতমে গাউসিয়া, খতমে খাজেগান সহ অসংখ্য খতমাত। খতমসমূহের মুনাজাত পরিচালনা করেন হামিদিয়া হোসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মুহাম্মদ নুরুল হক নূরী আল কাদেরি। উপস্থিত ছিলেন দরবার শরীফের শাহজাদা জাভির বিন জুনাইদ, এস এম আব্দুল মালেক, মৌলানা মুহাম্মদ আব্দুল মনছুর, মৌলানা মুহাম্মদ মীর কাসেম, মৌলানা মুহাম্মদ আব্দুস শুক্কুর, হাফেজ হাসেম, হাফেজ তৌহিদ, মুহাম্মদ আশরাফ হোসাইন আল কাদেরি সহ ওলামায়ে আহলে সুন্নাহ এবং দরবার শরীফের আশেকান, মুহিব্বিন এবং ভক্তবৃন্দ। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা। বিজ্ঞপ্তি