দখল-বেদখলে জড়িতদের তালিকা হচ্ছে: আজিম উল্লাহ বাহার

1

দখল-বেদখলে জড়িতদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেনে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।
২ নভেম্বর বিকেল চারটায় চট্টগ্রামের ফটিকছড়িতে একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। আইনশৃঙ্খলা উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখল, অন্যায়, নির্যাতন বন্ধে পৌর বিএনপির উদ্যাগে এ মতবিনিময় সভা হয়। ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মাবুদ মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার। তিনি বলেন, বিএনপির নামে যারা পুলিশ দিয়ে হয়রানি, চাঁদাবাজি, দখল-বেদখলে লিপ্ত হয়েছে তাদের তালিকা হচ্ছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আগে ভুল শুধরে সঠিক পথে আসার আহ্বান জানাচ্ছি। যদি দলীয় ভাবমূর্তি নষ্ট করার কাজ অব্যাহত রাখেন তা হলে আপনাদের বহিষ্কার করতে বাধ্য হব। এ ছাড়াও বক্তব্য রাখেন- জহির আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, আবুল বশর, আমান উল্লাহ চৌধুরী, নুরুল আলম মেম্বার, মাওলানা নুরু, মো. জসিম উদ্দিন, তসলিমা আকতার, যুবদল নেতা মুইন উল্লাহ উজ্জল প্রমুখ। পরে আবদুল মাবুদ মুন্সি, আমান উল্লাহ চৌধুরী, নুরুল আলম মেম্বার, মাওলানা নুরুল আলম নুরু, তসলিমা আকতার, মোহাম্মদ আলী, জসিম উদ্দিনকে নিয়ে সাত সদস্যের সমম্বয় কমিটি গঠন করা হয়।
এ কমিটি প্রশাসনের সঙ্গে সমন্বয়সহ দলীয় ও পৌরসভার সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। বিজ্ঞপ্তি