দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২০

1

দক্ষিণ সুদানের ইউনিটি রাজ্যে তেল শ্রমিকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। বুধবার সকালে রাজধানী জুবা যাওয়ার পথে ইউনিটি তেলক্ষেত্রের কাছে বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে জানান ইউনিটি রাজ্যের তথ্যমন্ত্রী।
তিনি জানান, নিহতদের মধ্যে চীনের রাষ্ট্রীয় ‘চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন’ এবং ‘নীল পেট্রোলিয়াম করপোরেশনের’ যৌথ প্রতিষ্ঠান গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির শ্রমিকরা ছিলেন। রয়টার্স লিখেছে, নিহতদের মধ্যে দুইজন চীনা ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে, কী ভাবে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তথ্যমন্ত্রী। এর আগে, গণমাধ্যমের খবরে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৮ বলা হলেও তথ্যমন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, বেঁচে যাওয়া দুজন পরে মারা গেছেন। যাত্রীদের মধ্যে শুধু মাত্র একজনই প্রাণে বেঁচে গেছেন। গত কয়েক বছরে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে।