রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের অতর্কিত হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তারা হলেন মো. বেলাল (৩৫) ও মো. ওসমান (৩০)। তাদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গুচ্ছগ্রাম এলাকায়। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে একই এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বেলাল ও ওসমান একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দুবৃর্ত্তরা তাদের ওপর আক্রমণ করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয় দুইজনই। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আহতদের বিরুদ্ধে এলাকায় অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে তাদের ওপর হামলা হতে পারে স্থানীয়দের ধারণা।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাসান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ গেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে ভিক্টিমরাও বলতে পারছে না। তবে এই ঘটনায় কেউ এখনো মামলা কিংবা লিখিত অভিযোগ করেননি।’