দক্ষিণ রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার ১০

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ধৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের রাজার হাট নুরে মণির কমিনিউটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ক্লাবের উত্তর পাশে পার্কে বাংলা মদ সেবনের খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে সনেট তালুকদার (৩৫), জয়ন্ত দে (২০), রনি দে (২৬), জনি দে (৩৬), ইমন দে (৩০) কে আটক করা হয়।
পৃথক আরেকটি অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাফর, মো. মুরাদ, মো. জামাল, মহিউদ্দিন, মো. হারুনকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।