দক্ষিণ বাকলিয়ায় হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

1

১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের নয়া মসজিদ সমাজ কমিটির উদ্যোগে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, মহল্লা কমিটির সভাপতি এস এম সেলিম, সাধারণ সম্পাদক মো. ইসহাক, যুবদল নেতা আসাদুর রহমান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল আলম বলেন, এই এলাকার মানুষ আমার শক্তি ও প্রেরণা। আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে এখানে একটি আধুনিক এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ করব। স্থানীয় জনগণের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি