দক্ষিণ বাকলিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন ও দোয়া মাহফিল

1

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল দক্ষিণ বাকলিয়া ১৯নং ওয়ার্ডে দোয়া মাহফিল দক্ষিণ বাকলিয়া বিএনপির সাবেক সহ-সভাপতি এটিএম ফরিদুল আলমের সভাপতিত্বে স্থানীয় মজিদ সওদাগর মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব শামসুল আলম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এ কে খান, বাকলিয়া থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমআই চৌধুরী মামুন। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস.এম সেলিম, হাজী ইউনুচ, সৈয়দ তানভীর হায়দার, আজাদ খান, সাবেক মহানগর যুবদল নেতা সাইদুজ্জামান রনি, হাসান মুরাদ, শাহজাহান স্বপন, স্বেচ্ছাসেবক দল মহানগরের যুগ্ম সম্পাদক এম.এ হানিফ, থানা স্বেচ্ছাসেবক দল আহব্বায়ক দুলাল সওদাগর, মো. দেলোয়ার, বাবুল, আমির, জাকির, মুকবুল, জহির, লিটন, কামাল, মানিক, আযম, শাহিন, কাউসার, মো. আলী প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা নুর আহমদ। বিজ্ঞপ্তি