দক্ষিণ বাকলিয়ায় গণকবরস্থান প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি

1

চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়া এলাকায় একটি গণকবরস্থান প্রতিষ্ঠার দাবিতে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। সাবেক কাউন্সিলর আলহাজ ইয়াছিন চৌধুরী আছুর নেতৃত্বে এলাকাবাসী এ স্মারকলিপি জমা দেন।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি গণকবরস্থান প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, হাজী মনসুর আলী রোড ম্যাচ ফ্যাক্টরির পাশের একটি পরিত্যক্ত সরকারি জমি গণকবরস্থানের জন্য উপযুক্ত। এলাকাবাসী মনে করছেন, জমিটি ব্যবহার করা হলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের দাফনের প্রয়োজনীয়তা পূরণ হবে এবং দাফন সমস্যার সমাধান হবে। এসময় উপস্থিত ছিলেন এস এম সেলিম, এয়াকুব চৌধুরী নাজিম, ইউনুছ চৌধুরী হাকিম, জাহাঙ্গীর আলম ও সোহেলসহ প্রমুখ। বিজ্ঞপ্তি