দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতকানিয়ায় র‌্যালি

2

নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছেন সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর মাথা এলাকা থেকে শুরু হয়ে সাতকানিয়া রাস্তামাথা পর্যন্ত বিশাল র‌্যালিটি প্রদক্ষিণ করেন। পরে কেরানিহাট-বান্দরবান সড়কের গোল চত্বরে একটি সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটির সাবেক সদস্য জসিম উদ্দিন আব্দুল্লাহ সঞ্চালনায় ও সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নওয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন এস এম গিয়াস উদ্দিন, মো. আবু তাহের বিএসসি, দক্ষিণ জেলা মহিলা বিএনপি সভানেত্রী জান্নাতুল নাঈম রিকু, ফেরদৌস শিকদার, এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো.শফি সওদাগর, সৈয়দ নূর শিকদার, মো. ইব্রাহিম মেম্বার, সেলিম উদ্দিন চৌধুরী, হাজী আহমদ কবির, আবসার সওদাগর, নুরুল কবির, মমতাজ উদ্দিন, সরওয়ার উদ্দিন চেয়ারম্যান, মো. সাহাব উদ্দিন রাশেদ, মো. সেলিম উদ্দিন, শওকত আলী, জসিম উদ্দিন, আবদুর রহমান, ওসমান চৌধুরী, লায়েক আলী, নুরুল ইসলাম, রফিক আহমদ, মমতাজ উদ্দিন, সাজেদুল আলম মিন্টু, দিদারুল ইসলাম, মো. হেলাল উদ্দিন, মো.হাসান আলী, জুনাইদুল হক চৌধুরী মকসুদ, কাজী এরশাদ, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, রেজাউল করিম, আবু সামা, মামুনুর রশীদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, মো.ফারুক মিয়া, মিজানুর রহমান, নাজিম উদ্দিন চৌধুরী, আহমদ সৈয়দ, মোহাম্মদ রতন, সেলিম উল্লাহ, সরওয়ার কামাল, মাহফুজুর রহমান, আবুল কাশেম, সালেহ আহমদ, আবু তাহের, নুরুল আবচার, আবদুল গণি, বণি আমিন, মো.রিদুয়ান, সাইফুল আলম, আমিনুল ইসলাম, মোস্তাক আহমদ, আবুল হোসেন, গিয়াস উদ্দিন ও পাপেল চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেন, বিএনপি তৃণমূলের সংগঠন। তৃণমূলকে শক্তিশালী করতে ঐক্যের প্রয়োজন। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মতভেদ ভুলে বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে সবাইকে একই ছাতার নিচে আসতে হবে, না হয় আমাদের সফলতা আসবে না। আগামীর নির্বাচন কোনোদিনই আমাদের জন্য সহজ হবে না। সেজন্য সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দলের প্রতি সমর্থন থাকে এমন কথা সাধারণ মানুষকে বুঝাতে হবে। বিজ্ঞপ্তি