চন্দনাইশ প্রতিনিধি
খাগরিয়া এলাকার সামশুল ইসলামের ছেলে ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. ফোরকানসহ (৩৫) ৩ জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে নগরীর বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
ইপিজেড থানা সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল পতেঙ্গা এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে বৈঠকে বসে আওয়ামী লীগ সমর্থিত একটি গ্রুপ। পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হলে এ সংক্রান্তে ইপিজেড থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পুলিশ গতকাল সোমবার মো. ফোরকানসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।