দক্ষিণ চান্দগাঁও গাউসিয়া কমিটির সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ

1

গত ৯ মার্চ গাউসিয়া কমিটি বাংলাদেশ, দক্ষিণ চান্দগাঁও মডেল ইউনিট শাখার উদ্যোগে মাহে রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও অসহায় দুস্থ মানবতার সাহায্যার্থে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান কমিটির সভাপতি আলহাজ নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান চৌধুরী খোকনের সঞ্চালনায় চান্দগাঁও এনএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ী ইউনিট ও সাবানঘাটা ইউনিটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন মানিক, মাওলানা জাবেরুল হক হোসাইনী, আলহাজ¦ আবুল মনসুর সিকদার, সাব্বির সোলাইমান চৌধুরী, মোখতারুজ্জামান চৌধুরী বাবর, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ কুতুব উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইদ্রিস চৌধুরী, মাওলানা মুহাম্মদ মহসিন, আলহাজ¦ মোহাম্মদ নাছের, আলহাজ¦ মোহাম্মদ সিরাজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম বাবু, জিয়াউল হক জিয়া, মোহাম্মদ মহিউদ্দিন, মোস্তাফিজুর রহমান শহীদ প্রমুখ। বিজ্ঞপ্তি