রাউজান দক্ষিণ গহিরা এসজি ইয়াং ভয়েজের ব্যবস্থাপনায় ইয়াছিন তালুকদার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ডে-নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট দক্ষিণ গহিরা খাঁন সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রাতে সম্পন্ন হয়েছে। সমাজসেবক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী। খেলায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু। সংগঠক মো. নেজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক হোসেন চৌধুরী, আবু হানিফ চম্পা, আনিসুর রহমান সোহেল, আহমদ সোয়া কার্ণো চৌধুরী, তসলিম উদ্দিন, ছোটন আজম, সোহেল চৌধুরী, আবদুল হান্নান, সেলিম উদ্দিন, গিয়াস উদ্দিন, নেজাম উদ্দিন, আবুল হোসেন সর্দার, আবু তাহের, মো. জহুরুল আলম, মো. সাহেদ, মো. জমির উদ্দিন, মো. শাহাবুদ্দিন, জসিম উদ্দিন, পারভেজ, জীবন, রেজাউল সাজ্জাদ চৌধুরী, সোহাগ, সুমন চৌধুরী, মো. মিরাজ।-রাউজান প্রতিনিধি