দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করার চেষ্টা ব্যর্থ

1

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টের অভিশংসন ভোট থেকে রক্ষা পেয়েছেন। ক্ষমতাসীন দলের সদস্যরা পার্লামেন্টের শনিবার সন্ধ্যার অধিবেশন বয়কট করাতে বেঁচে যান তিনি। গত সপ্তাহে সামরিক আইন জারির উদ্যোগ নিয়েছিলেন ইউন, কিন্তু আইনপ্রণেতাদের বিরোধিতার মুখে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তিনি। ওই পদক্ষেপের কারণেই তার বিরুদ্ধে অভিশংসন ভোটের উদ্যোগ নেয় বিরোধীদল। কিন্তু অভিশংসনের পক্ষে ২০০ ভোট দরকার হলেও পড়ে মাত্র ১৯৫ ভোট, এতে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ভোটে পর্যাপ্ত সংখ্যক আইনপ্রণেতার অংশ না নেওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের স্পিকার উও ওন শিক। তিনি বলেন, “আজকে এখানে জাতীয় পরিষদে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পুরো জাতি তা দেখছে, বিশ্বও দেখছে।” দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি আবার চেষ্টা করার প্রত্যয় জানিয়েছে।