দক্ষিণেশ্বরী কালী মন্দির গীতা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী

61

চন্দনাইশ উপজেলার দোহাজারী নাথপাড়ার দক্ষিণেশ্বরী কালী মন্দির গীতা বিদ্যাপীঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত ২৩ ডিসেম্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সুদীপ কুমার বসাক। বিদ্যাপীঠের সভাপতি জুয়েল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শ্রীমৎ অজপানন্দ মহারাজ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন জাফর আহমদ কলেজের অধ্যাপক নিলমনি শর্মা, শিক্ষাবিদ অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, সংগঠক অরুন কান্তি দত্ত, সত্যপদ তালুকদার, বাবলা দত্ত, ভবতোষ শীল, বিমল সেন, বাবলু শীল ও দিলীপ দাশ। এত স্বাগত বক্তব্য রাখেন টিপু কান্তি নাথ। সঞ্চালনায় ছিলেন রিষু কুমার নাথ। অন্য কর্মসূচির মধ্যে ছিল-গীতাপাঠ, পূজা, প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ। বিজ্ঞপ্তি