‘থানা লুটের’ অস্ত্রে ছিনতাই পুলিশের হাতে ধরা

2

পূর্বদেশ ডেস্ক

চট্টগ্রামে ডজন খানেক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন তিনি। নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ২৩ বছর বয়সী মো. মিনহাজ উদ্দিন ওরফে নুরুন্নবী সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নিয়ে অভিযানে নেমে ছয় রাউন্ডগুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ জানিয়েছেন। খবর বিডিনিউজের
ওসি আজাদ বলেন, সিডিএ মার্কেট এলাকায় চেক পোস্টে পুলিশ দেখে পালানোর চেষ্টা করে সাগর। ওই সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি। ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুরুন্নবী নিজের কাছে বিদেশি রিভলবার থাকার কথা জানায়। তাকে নিয়ে উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত অভিভাবক যাত্রী ছাউনির পেছনে ময়লার স্তুপে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়’।
উদ্ধার করা অস্ত্রটি নিবন্ধন করা জানিয়ে ওসি বাবুল আজাদ বলেন, ‘এটি পাবলিকের অস্ত্র। থানায় জমা ছিল। ৫ আগস্টে থানা লুটের সময় সেটি লুট করা হয়েছিল। লুটপাটকারীদের কাছ থেকে রিভলবারটি নুরুন্নবী সংগ্রহ করেছে বলে দাবি করেছেন’।
এ অস্ত্র ব্যবহার করে নুরুন্নবী তার সহযোগীদের নিয়ে টোল রোডসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে ওসি বাবুর আজাদের ভাষ্য।
গ্রেপ্তার নুরুন্নবীর বিরুদ্ধে পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিংসহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।