ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক সরওয়ার আলমগীর। ৪ ফেব্রুয়ারি বিকেলে বিবিরহাট দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আমার নিকট খবর আছে, ফটিকছড়ি ও ভ‚জপুরে দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসীরা অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে । এ নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দলের (বিএনপি) ভিতর অনুপ্রবেশকারীরা অবৈধ বালি উত্তোলন ও ফসলি জমির উপরের মাটি (টপ সয়েল) কাটাসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। প্রশাসনের নাকের ডগায় এসব অপকর্মে জড়িতরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো গোপনে তাদের সহযোগিতা করছে প্রশাসন।
তিনি আরো বলেন, গত ১ ফেব্রুয়ারি রাতে দাঁতমারা বড় বেতুয়া এলাকায় সন্ত্রাসীদের হাতে মো. শহীদ নামের বিএনপি এক কর্মী খুন হয়। শহীদের চিহ্নিত খুনিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রশাসন তাদের গ্রেফতার করছে না বলে তিনি অভিযোগ করে আরো বলেন, এর আগে বাগানবাজারে বালি উত্তোলনে বাধা দেয়ায় অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করলেও আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। উল্টো মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন করছে । তাহলে কি ধরে নিব ভ‚জপুর থানা ওসির চেয়ে খুনিরা শক্তিশালী !
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, আবু কালাম, জেলা বিএনপি সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মহিউদ্দিন আজম তালুকদার, জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, শহিদ মাস্টার, ন‚র আলম, বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ, নাছির উদ্দিন, মুনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, সফিউল আলম, মোঃ এনাম, আবু আজম তালুকদার, খালেদ মাহমুদ বাবুল, আবুল খায়ের, আবুল বাশার, জয়নাল, আবুল হোসেন আবু, মাস্টার আবু বসর, আহম্মদ সাফা, আবু কালাম চৌধুরী, ডা. নাজিম, আহম্মদ সাফা চৌধুরী, ন‚রুল হুদা, আলোউদ্দিন, ন‚রু জামান জাহেদুল আলম, মো. নাছির, মো. এমদাদ, মো. সেলিম প্রমুখ।