বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী এলাকায় খাদ্য সঙ্কটে থাকা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার স্থানীয় প্রশাসন ও বিজিবির সহায়তায় স্থানীয় গণমাধ্যমকর্মী সচেতন যুব সমাজ হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, ঢাকা ইউনিভারসিটি কেয়ার্স গিভার্স টিম বান্দরবান হেডম্যান কারবারি কল্যাণ পরিষদসহ বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে নৌকা যোগে নিয়ে গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৩৫০টি পরিবারের মাঝে ২০ কেজি চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি বিতরণ করা হয়। এছাড়াও স্বাস্থ্য বিভাগের সহায়তায় বিভিন্ন পাড়ায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা এতে তাদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলেও জানান জনপ্রতিনিধিরা। এদিকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর ওয়ংটিং বলেন,আমরা বান্দরবান জেলা শহরসহ বিভিন্ন এলাকা থেকে যুব সমাজের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করে খাদ্য সংকটে থাকা রেমাক্রী ইউনিয়নের দুর্গম বুলু পাড়া, মেনহাত পাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়েছে। বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বলেন,এখানে শুধু খাদ্য সংকট না, চিকিৎসার ব্যবস্থা না থাকায় দুর্গম অঞ্চলের বাসিন্দারা বিভিন্ন রোগে ভুগছে। তাদেরকে চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিমের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। তবে মাসে দু’এক বার এ দুর্গম এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প করার পরামর্শ এ চিকিৎসকের। মূলত, দুর্গম এলাকায় বসবাস ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা জুম চাষের উপর নির্ভরশীল। কিন্তু ২০২৩ সালের শেষের দিকে অতি বৃষ্টি ও বন্যার কারণে জুমের ধান ভাল না হওয়ায় থানচি উপজেলার দূর্গম বেশ কয়েকটি পাড়ায় দেখা দেয় খাদ্য সঙ্কট। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি প্রশাসনসহ সচেতন নাগরিক সমাজের লোকদের দৃষ্টিগোচরে আসে। এরপরে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের দূর্গম সীমান্তবর্তী এলাকার খাদ্য সংকটে থাকা বাসিন্দাদের মাঝে স্থানীয় প্রশাসনসহ ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণ বিতরণ শুরু করে।