বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার মধ্যরাতে থানচি উপজেলার বলিবাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গভীর রাতে বলিবাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানায় ফায়ার সার্ভিস।
বাজার ব্যবসায়ীরা বলেন, গভীর রাতে বাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১৩টি দোকান মালামালসহ পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পেয়ার মোহাম্মদ বলেন, রাতে একটি চায়ের দোকানদার চুলার উপরে লাকড়ি শুকাতে দিয়েছিল। সেই লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে।
সেনাবাহিনীর বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলামের নেতৃত্বে গভীর রাতে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য ও স্থানীয় জনসাধারণ নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য, স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় স্থানীয়রা।
আগুন নিয়ন্ত্রণে আসার পর সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, অগ্নিকান্ডে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৩টি দোকানে রক্ষিত মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরে দোকান মালিকদের সাথে বিজিবি সদস্যরাও সহযোগিতা করেছে।
বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘অগ্নিকান্ডের সংবাদ প্রাপ্তির পরপরই ব্যাটালিয়নের সকল সদস্য আগুন নেভানোর কাজে যুক্ত হন। ভবিষ্যতেও, বিজিবি যে কোনো দুর্ঘটনায় জনসাধারণের জানমাল রক্ষার্থে কাজ করবে।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যপ্রার্থী অ্যাড. আবুল কালাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি শামছু উদ্দীনসহ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।










