করোনা ভাইরাসের প্রভাবে মানবজাতির পাশাপাশি সংকটে পড়েছে প্রাণিকুলও। সম্প্রতি অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে এমন চিত্র ফুটে উঠেছে। ডেইলি মেইলে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, মধ্য থাইল্যান্ডের লোপবুড়ির রাস্তায় কয়েকশ বানর খাবার নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছে। ব্যাংকক পোস্টের তথ্য অনুসারে, পর্যটকরাই সাধারণত এসব বানরদের খাবার খাওয়ান। কিন্তু করোনার কারণে পর্যটক সংখ্যা কমে গেছে। অনেকে আবার সংক্রমণের ভয়েও তাদের কাছ থেকে দূরে থাকছে। এ কারণে তাদের খাবারের সংকট দেখা দিয়েছে। ফলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকশ বানর রাস্তা পার হচ্ছে। তারপর তারা কলা খাচ্ছে এমন এক বানরকে সবাই মিলে চেপে ধরেছে। ভারতীয় বন বিভাগের এক কর্মকর্তা টুইটারে ভিডিওটি আপলোড করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, করোনো ভাইরাসের কারণে বানরদের মধ্যে এমন যুদ্ধ কেউ দেখেছেন? তিনি আরও লিখেছেন, শত শত ক্ষুধার্ত থাই বানর রাস্তায় ছড়িয়ে পড়েছে। খাবার নিয়ে প্রতিপক্ষদের সঙ্গে তারা মারামারি করছে। বাংলাট্রিবিউন