ত্রিপুরায় বাংলাদেশি গ্রাম পুলিশের হাত-পা বাঁধা লাশ

1

খাগড়াছড়ি প্রতিনিধি

ভারতের দক্ষিণ ত্রিপুরায় মো. হানিফ মিয়া (৪০) নামে এক বাংলাদেশি গ্রাম পুলিশ সদস্যকে হত্যার খবর পাওয়া গেছে। তিনি খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়নের বাসিন্দা। তবে এখনো তার লাশ উদ্ধার হয়নি।
গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন হানিফ মিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে মৃত্যুর খবরটি নিশ্চিত হয় তার পরিবার।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- হানিফ মিয়ার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এর মধ্যেই পরিবারটি থানায় অভিযোগ করেছে ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম বাংলাদেশি হানিফ মিয়ার মৃত্যু বিষয়টি নিশ্চিত করলেও কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি।