গত ৫ অক্টোবর খুলশীর চিত্রভাষা গ্যালারীতে শরত ঋতুকে নিবেদন করে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘কাশফুলের কাব্য’ শিরোনামে অনুষ্ঠান। শরত ঋতুর রূপ, বৈচিত্র্য, প্রেম ও শৈশবের শরতের কথা, গল্প ও গানে শিল্পীরা পুরো আয়োজন জুড়ে মাতিয়ে রাখেন উপস্থিত শিল্পী ও দর্শকদের। আবৃত্তিতে অংশ নেন মেজবাহ চৌধুরী, কাবেরী আইচ, সেলিম রেজা সাগর, নাসরীন হীরা, বিপ্লব কুমার শীল, বনানী শেখর রুদ্র, নাহিদ নেওয়াজ, মাহবুবুর রহমান মাহফুজ, রাশেদ হাসান, সুজয় দে, সাদিয়া আকতার, জোবাইরুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন। শিল্পীরা স্বরচিত কবিতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায়, শফিক ইশতিয়াক এর কবিতা আবৃত্তি করেন। শরত ঋতু নিয়ে সংগীত পরিবেশ করেন সঙ্গীতশিল্পী মনীষা রায় ও তাবাসসুম তামান্না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী দেবাশিস্ রুদ্র ও লাবণ্য মুৎসুদ্দি। বিজ্ঞপ্তি