ক্রীড়া প্রতিবেদক
নিজেদের প্রথম গ্রুপ লিগ ম্যাচে গাজিপুর জেলার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়িয়েছে চট্টগ্রাম জেলা। গতকাল রাজশাহী ভেন্যুতে রেকর্ড গড়ে শেরপুর জেলার বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম জেলা।
৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রাজশাহী স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ৪৫৫ রানের পাহাড়সম স্কোর করতে সক্ষম হয় চট্টগ্রাম, যা এ পর্যন্ত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দলীয় সর্বোচ্চ স্কোর। এর জবাবে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় শেরপুরের ইনিংস। চট্টগ্রামের পক্ষে ওপেনার এস এম তওসিফ ৯০ বলে ১০ ছক্কা ও ১৭ বাউন্ডারিতে ১৬৫ রান করেন। এছাড়া মিনহাজ সৌরভ ৫৮, কাজি কামরুল ৫৩, শোয়াইব অপ: ৪৭, ওপেনার কপিলউদ্দিন ৩৭ ও রুবেল ২৩ রান করেন। ৩১ রান আসে অতিরিক্ত খাতে।
শেরপুরের মিডলার্ডার ব্যাটার মাহমুদুল ৬৪, রাব্বি ১৫, অনিক ১০ ও তৌহিদ ১৩ রান করেন। ২৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে চট্টগ্রামের সফল বোলার ছিলেন সাজিদ রিফাত। কাজী কামরুল বল হাতেও কৃতিত্ব দেখিয়ে ১৮ রানে ৩, রুবেল ৬ ও আরমান ২৯ রানে ১টি করে উইকেট শিকার করেন।
চট্টগ্রাম জেলা আগামী ২১ মার্চ প্রতিবেশি রাঙামাটি জেলার বিরুদ্ধে শেষ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ গাজিপুর জেলাকে রাঙামাটি জেলা হারাতে পারলে চট্টগ্রামের ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হবে।
ক্যাপশন: চট্টগ্রাম জেলার জয়ের প্রধান তিন কারিগর সেঞ্চুরিয়ান তৌসিফ এবং ৫ উইকেট শিকারী সাজিদ রিফাত ও ৩ উইকেট পাওয়া কাজী কামরুল।