নিজস্ব প্রতিবেদক
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ নেই বললেই চলে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমনই চিত্র উঠে এসেছে নগরের রিয়াজউদ্দিন বাজারে।
গায়ের দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক পরিবেশককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, আরও চারটি ব্যবসা প্রতিষ্ঠানকেও ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহ জানান, আমরা গোপন সূত্রে খবর পেয়ে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালাই। সেখানে একটি প্রতিষ্ঠানকে দুই লিটার সয়াবিন তেল ৩৫৫ টাকায় বিক্রি করতে দেখা যায়, অথচ প্যাকেটের গায়ে লেখা আছে ৩২৫ টাকা। এভাবেই তারা বাজারকে অস্থির করে তুলছে।
অন্যদিকে খোলা অবস্থায় মিষ্টি বিক্রি এবং ক্রয়-বিক্রয় ভাউচার না থাকার দায়ে তিনটি মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মটরশুঁটিতে রঙ মেশানোর অপরাধে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চটট্টগ্রামের পরিচালক ফয়েজ উল্লাহ জানিয়েছে, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করবে। কোনো ব্যবসায়ী যদি অন্যায়ভাবে দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শুধু অভিযান চালিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। ব্যবসায়ীদের সৎ হতে হবে, ক্রেতাদেরও সচেতন হতে হবে। কোনো দোকানে যদি বেশি দামে জিনিস বিক্রি করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানাতে হবে।