পূর্বদেশ ডেস্ক
ক্ষমতায় পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার ২২ দিনের মাথায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার প্রথমবারের মত তিনি ওই দপ্তরে যান বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার বাসস্থান হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করা হয়। এতদিন সেখানেই দাপ্তরিক কাজ সারছিলেন তিনি। খবর বিডিনিউজের।
প্রধান উপদেষ্টার দপ্তরের উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় আজই (রোববার) প্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ে দাপ্তরিক কাজ করলেন। এখন থেকে সপ্তাহের কয়েকদিন তিনি এখানেই বসবেন।