তৃতীয় দফায় উদ্ধার আরও ১৫ হাজার

1

নিজস্ব প্রতিবেদক

একদিনের ব্যবধানে আবারও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। এবার নগরীর পাহাড়তলী থানার একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে আরও ১৫ হাজার ইউনিফর্ম। এ নিয়ে চলতি মাসে তিনটি পৃথক অভিযানে প্রায় ৪৭ হাজার ইউনিফর্ম উদ্ধার করলো আইনশৃঙ্খলা বাহিনী।
গত মঙ্গলবার রাতে পাহাড়তলী এলাকার ‘রিংভো অ্যাপারেলস’ কারখানায় অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম উদ্ধার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত সোমবার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম এবং ১৭ মে নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ হাজার ৩০০টি পোশাক উদ্ধার করা হয়েছিল।
সূত্র জানায়, মার্চ মাসে এই ইউনিফর্ম তৈরির অর্ডার দেন গোলাম আজম ও নিয়াজ হায়দার নামের দুই ব্যক্তি। তারা রাঙামাটির কাপ্তাই উপজেলার মংহ্লা সিন মারমা ওরফে মং-এর মাধ্যমে দুই কোটি টাকার চুক্তিতে পোশাকগুলো তৈরি করছিলেন। চলতি মাসেই এসব ইউনিফর্ম সরবরাহ করার কথা ছিল।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় কাপ্তাইয়ের মংহ্লা সিন মারমাকেও আসামি করা হয়েছে।