তুলসীধামে স্বামী অদ্বৈতানন্দ পুরীর আবির্ভাব উৎসব কাল

1

নন্দনকানন তুলসীধামে জগদগুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২২তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামিকাল ১৯ মে (সোমবার) ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। তুলসীধামের মোহন্ত ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে উপাসনা, চতুষ্প্রহর মহানামজ্ঞ, শ্রীপদে তুলসীদান ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, দীক্ষাদান, সমাধিপীঠে গুরুপূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও সঙ্গীতাঞ্জলি এবং স্বামীজি প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ এর উদ্যোগে বিতরণ করা হবে মহাপ্রসাদ। উৎসবে সকল অদ্বৈত ভক্তদের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি