তুরস্কের স্কি রিসোর্টের হোটেলে আগুন, নিহত ৬৬

1

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের জনপ্রিয় স্কি রিসোর্ট কার্তালকায়ার একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। তুর্কি সময় সোমবার দিবাগত রাত ৩টা ২৭ মিনিটে ১২-তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্তাল হোটেলে এই আগুন লাগে। ওই সময় হোটেলে ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মঙ্গলবার সকালে প্রথমে ১০ জনের মৃত্যুর কথা বলা হলেও পরে এই সংখ্যা বেড়েছে বলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
অন্তত দুজন হোটেল থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের ১২ ঘণ্টা সময় লেগেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেকেই জানালা থেকে ঝুলে আগুন থেকে বাঁচার চেষ্টা করেছেন।
হোটেলের একজন স্কি প্রশিক্ষক নেজমি কেপচেতুতান বিবিসিকে জানান, আগুন লাগার সময় তিনি দ্বিতীয় তলায় ছিলেন এবং স্কি রুম দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তিনি উদ্ধার কার্যক্রমে অংশ নেন। বোলুর গভর্নর আবদুলআজিজ আইদিন জানান, আগুনের কারণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, এটি হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ থেকে শুরু হয়ে ওপরের তলায় ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, হোটেলটি বোলু শহর কেন্দ্র থেকে দূরে এবং তুষারপাতের কারণে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। উদ্ধার কাজে ২৬৭ জন কর্মী অংশ নেন। হোটেলে থাকা শিশুসহ অতিথিদের একটি বড় অংশ তাদের কক্ষে আটকে ছিলেন কিনা তা তদন্ত করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হোটেলে দুটি ফায়ার এস্কেপ ছিল এবং একজন কর্মী প্রায় ৩০-৩৫ জনকে উদ্ধার করতে পেরেছেন। ন্যায়বিচার মন্ত্রী ইলমাজ তুনচ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করতে প্রসিকিউটরদের নিযুক্ত করা হয়েছে। এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে হোটেলের মালিকও রয়েছেন। পর্যটনমন্ত্রী জানান, ২০২৪ সালে হোটেলের সর্বশেষ পরিদর্শন করা হয়েছিল এবং তখন অগ্নি-নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ ছিল না।আগুন শুধু গ্র্যান্ড কার্তাল হোটেলে সীমাবদ্ধ থাকলেও পাশের একটি হোটেলও সতর্কতার জন্য খালি করা হয়। বোলুর কেন্দ্রস্থলের কাছাকাছি বিভিন্ন হোটেলে অতিথিদের সরিয়ে নেওয়া হয়েছে। কার্তালকায়া রিসোর্ট ইস্তাম্বুল ও আঙ্কারার স্কিয়ারদের কাছে খুবই জনপ্রিয়। দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে হোটেলটি সম্পূর্ণ পূর্ণ ছিল। বোলু শহর আঙ্কারা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত।