প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তুরস্ককে বাংলাদেশে তাদের প্রযুক্তি নিয়ে আসার, আরও বিনিয়োগ, কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগানোর আহবান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহবান জানান। খবর বাংলা ট্রিবিউনের।
বাংলাদেশকে বিশ্বের ৮ম জনবহুল দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার দেশের তরুণদের কাজের সুযোগ সৃষ্টিতে কাজ করছে বলে জানান এবং এই ব্যাপারে তুরস্কের সহায়তা কামনা করেন।
তিনি বলেন, আমাদের তরুণদের সুযোগ দিতে হবে, তাই আমরা আপনাদের সহযোগিতা চাই, তুরস্কের কাছে এটাই আমার আবেদন।প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণদের এখানে কারখানা পরিচালনার জন্য ব্যবহার করুন, যাতে আপনারা এই অঞ্চলে আপনার পণ্য সরবরাহ করতে পারেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বপ্নের সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা বাংলাদেশ ও তুরস্কের রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক খুবই উষ্ণ। আমরা সব সেক্টরে এটি তৈরি করতে চাই। অনেক কিছু করার আছে, আমরা আপনার কিছু সমর্থন, আপনাদের প্রযুক্তি এবং আপনার বিনিয়োগ চাই।
প্রতিনিধি দলের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস বলেন, আপনি প্রযুক্তির নেতৃত্বে, আপনি এখানে আপনার প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন। চলুন শুরু করি… আপনার যা প্রয়োজন তার জন্য আমরা প্রস্তুত।
তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাত বলেন, বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্পের বাইরেও তাদের সহযোগিতা বহুমুখীকরণ করতে পারে। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য পরিচর্যা, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা হতে পারে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের আমদানি খাতে ভারতসহ অন্যান্য বাজারকে প্রতিস্থাপন করতে পারি। অর্থনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রে সহযোগিতা হতে পারে। বাংলাদেশ ও তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সহযোগিতা করতে পারে।