তিন উপজেলায় প্রতিধ্বনি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

1

লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় একযোগে অনুষ্ঠিত হলো ‘প্রতিধ্বনি বৃত্তি পরীক্ষা-২০২৫’। ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট দশটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৫ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু ও শেষ হয় এবং পুরো সময়জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, মনোযোগী অংশগ্রহণ ও সুসংগঠিত পরীক্ষা কার্যক্রমের চিত্র।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিধ্বনি বৃত্তি প্রকল্পের পরিচালক আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডি.এম. আসহাব উদ্দিন। কেন্দ্র সচিব, উপ-সচিব, কক্ষ পরিদর্শক এবং শৃঙ্খলা ও অভ্যর্থনা টিম অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তাদের ভ‚মিকা পালন করেন।
সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব ইমাম হোসাইন এবং উপ-সচিব মুহাম্মদ হাবিবুল্লাহ। দোহাজারী জামিজুরি আবদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব ছিলেন খন্দকার মোহাম্মদ মোকাম্মেল এবং উপ-সচিব মোহাম্মদ শাহেদ। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
পরীক্ষার ফলাফল আগামী ২০ নভেম্বর প্রকাশ করা হবে। ফলাফল প্রতিধ্বনি বৃত্তি প্রকল্পের ফেসবুক পেজসহ অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও পত্রিকায় প্রকাশিত হবে। বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। বিজ্ঞপ্তি