তিনি জ্যোতিষী!

1

জ্যোতিষীদের নিয়ে অধিকাংশ মানুষ একটি প্রশ্ন করে থাকে। সেটি হলো– ‘জ্যোতিষী নিজের ভাগ্য নিজে দেখে না কেন?’ ‘২ষ’ এর নতুন পর্ব ‘ভাগ্য ভালো’এর ট্রেলারে এর উত্তর দিয়েছেন জ্যোতিষী চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম। সংলাপে চরিত্রটি বলে, ‘নিজের ভাগ্য নিজে দেখা যায় না। মানা আছে।’ জ্যোতিষী চরিত্রকে উদ্দেশ করে আরেকটি সংলাপে শোনা যায়, ‘ভাগ্য নিয়া জুয়া খেলতাছস’। ট্রেলারের সংলাপগুলো এবং দৃশ্যায়ন দর্শকমনে তৈরি করেছে প্রশ্ন ও কৌতূহল।
এসব প্রশ্নের উত্তর আর কৌতূহল মেটাতে ২৪ ডিসেম্বর দিনগত রাত ১২টায় এসেছে চরকি অরিজিনাল ‘২ষ’ এর নতুন পর্ব ‘ভাগ্য ভালো’। এখানে অন্যের ভাগ্য গণনা করতে দেখা যাবে মোশাররফ করিমকে। হাতে আতশ কাচ নিয়ে মানুষের হাত দেখাই তার পেশা, সঙ্গে থাকে তার টিয়া পাখি। পরিচয় জানা নেই, সবাই তাকে জ্যোতিষী নামে চেনেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় এ অভিনেতা।
নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটির এ গল্প গড়ে উঠেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ আছেন এ পর্বে। ‘২ষ’ নিয়ে নুহাশ আগেই জানিয়েছিলেন, সা¤প্রতিক সময়ে সমাজের কোন জিনিসগুলো মানুষ বেশি ভয় পায়? সেটা নিয়ে এ সিরিজে কাজ করার চেষ্টা করেছেন পরিচালক।