তিনদিন ধরে বিদ্যুৎহীন পেকুয়া

1

পেকুয়া প্রতিনিধি

ভারী বর্ষণ ও তীব্র বাতাসে পেকুয়ার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়ায় তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে পেকুয়া উপজেরা। গত বুধবার (২৮ মে) থেকে কক্সবাজারের এই উপক‚লীয় উপজেলার সাতটি ইউনিয়নে বিদ্যুৎ নেই। সেই সাথে বিশুদ্ধ পানির তীব্র সংকট স্থানীয় অধিবাসীদের দুর্ভোগে ফেলেছে।
স্থানীয়রা জানান, গত ৩ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় মানুষ সুপেয় পানির জন্য হাহাকার করছেন। স্বজনদের সাথে যোগাযোগসহ নানান সমস্যায় রয়েছে পেকুয়াবাসী। দ্রুত বিদ্যুৎ না দিলে পেকুয়া উপজেলার মানুষ সুপেয় পানির অভাবে অসুস্থ ও চরম ক্ষতির সম্মুখীন হবে। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ স্থাপনে পল্লী বিদ্যুৎ পেকুয়া জোনাল অফিসের প্রতি অনুরোধ জানিয়েছেন অধিবাসীরা।
পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ায় উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতি পেকুয়া জোনাল অফিসের এজিএম প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ জানান, বিভিন্ন এলাকায় বাতাসে গাছ ভেঙে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।