তা’লীমুল কুরআন কমপ্লেক্সের শেখ রাসেলের জন্মবার্ষিকীর দোয়া মাহফিল

107

তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রামের উদ্যোগে কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বের সভপতিত্বে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফয়জুল কাদের। এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বাংলাদেশে জন্ম লাভ করে বিশ্ব  দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জল করেছেন। বঙ্গবন্ধু তার সংগ্রামী নেতৃত্বে বাঙ্গালি জাতিকে পরাধীনতার শিকল থেকে মুক্তি দানের উদ্দেশ্যে ১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনের ডাক দেন, ফলে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তিনি আরো বলেন, জাতির জনক বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশকে বিশ্ব দরবারে এক সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছেন। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস সেই মহান নেতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করা হয়। সেই নির্মম হত্যাযজ্ঞ থেকে নিষ্পাপ শিশু শেখ রাসেলেও রক্ষা পায়নি হায়েনাদের হাত থেকে। পরিশেষে সভাপতি মহোদয় তার বক্তব্য ও মোনাজাতে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বঙ্গবন্ধু ও তার শহীদি পরিবারের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির উত্তরোত্তর সফলতা কামনা করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। এতে উপস্থিত ছিলেন হাফেজ আজিজুল্লাহ, মাওলানা নিজামুদ্দিন আল হোসাইনি, হাফেজ আলমগীর, হাফেজ জহুরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমানসহ কমপ্লেক্সের অসংখ্য ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ। বিজ্ঞপ্তি