পূর্বদেশ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ডাক নাম পিনো। ১/১১ সরকারের সময়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। চিকিৎসার সুবিধার্থে তারেক ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে বাস করছেন। তবে তার জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরণের অনুষ্ঠান আয়োজনে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বিএনপি। দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের জন্মদিনের অনুষ্ঠান পালন করতে নিষেধ করে গত সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেনো এই সিদ্ধান্ত- জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক পটপরিবর্তনে মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণের আগেই অতি উচ্ছ¡াস বেমানান। নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ¡াস অনেক সময় সীমার বাইরে চলে যায়।
তিনি বলেন, যেখানে মানুষের চ‚ড়ান্ত প্রত্যাশা এখনও বাস্তবায়িত হয়নি সেখানে জন্মদিনের নামে বেশি উচ্ছ¡াস দৃষ্টিকট‚ দেখায়। আমি মনে করি তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্ত খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গির অংশ। তারেক রহমান সবসময়ই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সঙ্গে আছেন।
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি ২০ নভেম্বর (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো হয়েছে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালন করবে না দলটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনার ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচার চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।