তারুণ্যের সমাবেশ সফল করায় মীর হেলালের কৃতজ্ঞতা

1

চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ১০ মে অনুষ্ঠিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আয়োজিত তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ সফল করায় চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, একমাত্র আপনাদের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতার কারণেই এই সমাবেশ অভূতপূর্ব জনসমুদ্রে পরিণত করা সম্ভব হয়েছে।
প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে সব পেশাজীবী ও বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে তারুণ্যের সমাবেশকে সাফল্যমন্ডিত করেন। মীর হেলাল বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার তামিম ইকবালকে তরুণদের সামনে বক্তব্য রাখার জন্য। তিনি সর্বস্তরের জনগণ এবং পুলিশ প্রশাসন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট, পেশাজীবীসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও তরুণদের নিয়ে এবং জনগণের যেকোনো দাবী-দাওয়া নিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি