‘তারুণ্যের কণ্ঠস্বর’ ইয়ুথ ভয়েস নতুন উদ্যমে

1

বাংলাদেশের অন্যতম যুব নেতৃত্বভিত্তিক সংগঠন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) গত বৃহস্পতিবার ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি ২০২৫। এই নতুন কমিটিতে ৪২টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বাছাইকৃত মোট ১৩৭ জন অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে।
এই ১৩৭ জন সদস্য অনলাইনে আবেদন ও নিবন্ধনের মাধ্যমে চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের বিস্তার ও স্বচ্ছতার প্রতীক। এই নতুন কমিটির অনুমোদন স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, যা সংগঠনের দায়িত্বশীল নেতৃত্ব ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতিফলন।
এই কমিটিতে নবীন-তরুণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রবীণ বয়সী অভিজ্ঞ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা যৌবনের উদ্যম ও অভিজ্ঞতার সমন্বয়ে ওয়াইভিবির কার্যক্রমকে আরও গতিশীল করবেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ছাত্র-ছাত্রী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, চাকরিজীবী, কলেজ প্রভাষক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশাজীবী তরুণ। এই বহুমাত্রিক কাঠামো চট্টগ্রামে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ-এর কার্যক্রমকে আরও গতিশীল, বহুমুখী ও কার্যকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালের ঈদুল আজহার পরে অনুষ্ঠিত হবে ‘চট্টগ্রাম সিটি জেনারেল কাউন্সিল ২০২৫’, যেখানে নতুন সদস্যরা একত্রিত হয়ে নিজেদের পরিচয় বিনিময় করবেন, মতবিনিময়ে অংশ নেবেন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
এই জেনারেল কাউন্সিলের পরপরই ঢাকার জন্য একটি তরুণদের নেতৃত্বাধীন নতুন ওয়ার্কিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে, যা জাতীয় পর্যায়ে সংগঠনের কাঠামোকে আরও বিস্তৃত ও সংগঠিত করবে।
ইতিপূর্বে চট্টগ্রামে সর্বশেষ সিটি ওয়ার্কিং কমিটি হয়েছিল ২০১৬-২০১৭ সালে। সেই কমিটির সভাপতি ছিলেন ডা. মুনিরা খোন্দকার এবং সাধারণ সম্পাদক ছিলেন আরেফিন বিল্লাহ। তাদের নেতৃত্বে ওয়াইভিবি চট্টগ্রামে একাধিক সফল কর্মসূচি বাস্তবায়ন করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল তরুণ নেতৃত্ব বিকাশ কর্মশালা, সামাজিক সচেতনতা কার্যক্রম এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সমাবেশ।
এই কার্যক্রমগুলোতে হাজারো স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা ওয়াইভিবির সাংগঠনিক সক্ষমতা এবং তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতার একটি স্পষ্ট উদাহরণ হয়ে ওঠে। ওয়াইভিবি’র যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২১ ফেব্রæয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের মাধ্যমে। একই দিনে সংগঠনটি ঢাকা, চট্টগ্রাম এবং লন্ডনে একযোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে, যা বাংলাদেশ ও প্রবাসে তরুণদের ঐক্য, ভাষা সচেতনতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ওয়াইভিবি দেশে ও বিদেশে, অর্থাৎ লন্ডন, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে ২৫০টিরও বেশি তরুণ-উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এটি অতি স্বল্প সময়ের মধ্যে একটি যুব নেতৃত্বভিত্তিক সংগঠনের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত।
নবগঠিত ২০২৫ সালের এই কমিটির মাধ্যমে ওয়াইভিবি চট্টগ্রাম আরও সুসংগঠিত, উদ্ভাবনী ও কর্মমুখী উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ সমাজের ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে। বিজ্ঞপ্তি