তারুণ্যের উৎসব ’২৫ উদ্যাপন কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

2

তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কাবাডি প্রতিযোগিতা-২০২৫ গতকাল ১২ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। সিজেকেএস সভাপতি, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাদি উর রহিম জাদিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। উক্ত প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলোর নামকরণ করা হয়: বকুল, রজনীগন্ধ, কৃষ্ণচূড়া, পদ্ম, শাপলা, গোলাপ, হাসনাহেনা ও বেলী।
উল্লেখ্য, আজ ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় ১ম সেমিফাইনাল এবং সকাল ১১ টায় ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। উভয় সেমিফাইনালে জয়ী দল বিকাল ৩.৩০ টায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।