তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৫টি উপজেলার কাবাডি দলের অংগ্রহণে জেলা পর্যায়ে যুব কাবাডি (অ-১৮) বালক ও বালিকা প্রতিযোগিতা গতকাল ০৫ ফেব্রæয়ারি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। ২দিন ব্যাপী উক্ত প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে বাঁশখালী উপজেলা ৫৯-১২ পয়েন্টে সন্দীপ উপজেলাকে এবং লোহাগাড়া উপজেলা ৪৪-২৯ পয়েন্টে হাটহাজারী উপজেলাকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল ম্যাচে বাঁশখালী উপজেলা ৭৩-৩৭ পয়েন্টে লোহাগাড়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।