ক্রীড়া প্রতিবেদক
তারুন্যের উৎসব উপলক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই ¯েøাগানকে সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল আর্চারী উৎসব। বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত আর্চারী উৎসবে ছিল ল্যালি, পিঠা উৎসব, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব শেষে উম্মোক্ত আর্চারী প্রতিযোগিতা। নগরীর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই আর্চারি উৎসব। এর আগে সার্কিট হাউজ গেইট থেকে শুরু হয় বর্নাঢ্য র্যালি। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন। র্যালিটি আউটার স্টেডিয়াম এলাকা ঘুরে মাঠে গিয়ে শেষ হয়। এরপর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে। যেখানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারন সম্পাদক কাজি রাজিব উদ্দিন আহমদ চপল। স্বাগত বক্তব্য রাখেন দেশব্যাপি আর্চারি উৎসবের প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফারুক ঢালি। বক্তব্য রাখেন সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, শাহবাজ মুনতাসির চৌধুরী। অনুষ্টান পরিচালনা করেন সিজেকেএস কাউন্সিলর ও বাংলাদেশ সেপাকটাকরো এসোসিয়েশনের নির্বাহি সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও ভলিবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদ দুলাল, মুজিবুর রহমান, বাংলাদেশ সেপাকটাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল, সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিত দত্ত রাজু, দৈনিক আজাদীর ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, ফটিকছড়ি তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক কাউসার বেগম। খেলা পরিচালনা করেন সাইফুল্যাহ মুনির।
অনুষ্টানের শুরুতে উপজাতীয় শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। এছাড়া নানা পিটা পুলির আয়োজন ছিল। এরপর শুরু হয় উম্মোক্ত আর্চারি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মো. লিটন। দ্বিতীয় স্থান অর্জণ করে আদনান। আর তৃতীয় হয়েছেন তানিম।